গুজরাতে বিজেপির সাফল্যের আঁচ বঙ্গ বিজেপিতেও, ফল ঘোষণা হতেই উৎসবে মাতল বারাসত

  • 2 years ago
গুজরাত নির্বাচনের ফল বেরোতে না বেরোতেই উৎসবে মেতে উঠল বঙ্গ বিজেপি। বারাসতে হরিতলা মোড়ে মন্দিরে ঘন্টা বাজিয়ে বারাসত জেলার সভাপতি তাপস মিত্র উৎসব শুরু করেন। সকাল থেকেই অপেক্ষা ছিল গুজরাতের ফল বেরোনোর। প্রাথমিক পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছিল যে গুজরাতে আবারও ফিরতে চলেছে বিজেপি। ফল প্রকাশ হতেই বারাসত জেলা বিজেপি আনন্দ মেতে ওঠে।