রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে বিক্রমাদিত বর্মনকে রাজ্য ক্যারাটে সংগঠনের পক্ষ থেকে বরণ ও সংবর্ধনা জ্ঞাপন।

  • 2 years ago
১১ ও ১২ ই জুন, ২০২২ ইংরেজি তারিখ, শনি ও রবিবার। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত নৈহাটি রেলওয়ে স্টেশনের মধ্যস্থিত। রেলওয়ে কমিউনিটি হলে অনুষ্ঠিত, রাজ্য ক্যারাটে ক্রীড়া সংগঠন আয়োজিত। প্রথম তম "এ.বি.এস.কে.এ" রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠান মঞ্চে। কোচবিহার জেলা ক্যারাটে সংগঠনের সাধারণ সম্পাদক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনকে। অনুষ্ঠানের প্রথম দিবসে অর্থাৎ ১১ জুন, ২০২২ ইংরেজি তারিখ শনিবার। রাজ্য ক্যারাটে ক্রীড়া সংগঠন কর্তৃক বরণ ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।


#All_Bengal_Sports_Karate_Do_Federation #ABSKF #Karate

Recommended