স্কুল বাছাইয়ের পরও আটকে নিয়োগ, বিকাশকে নিশানা! ফের মিছিলে চাকরিপ্রার্থীরা

  • 2 years ago
শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের নিয়োগের অনুমোদন এবং স্কুল বাছাই হয়ে গেলেও আসেনি নিয়োগপত্র। তার প্রতিবাদে, সোমবার শিয়ালদহ থেকে রানী রাসমণি পর্যন্ত গলায় অনুমোদন পত্র ঝুলিয়ে মৌন মিছিল করেন চাকরিপ্রার্থীরা।

Recommended