বিদেশে খাবার খেয়ে দেশে ফিরল হাতির দল

  • 2 years ago
বৃহস্পতিবার সকালে একদল হাতি মূর্তি নদীর রেলসেতু পার হয়ে ঢুকে পড়ে মহাবাড়ি বস্তিতে। সেখানে স্থানীয়দের তাড়া খেয়ে সোজা পানঝোরা বস্তি। খবর দেওয়া হয় বন দফতরে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় হাতির দলটিকে তাড়িয়ে চাপরামারি জঙ্গলে ফেরত পাঠান তারা। প্রতি দিন রাতেই হাতির দল চাষের ক্ষেতে, কখনও বস্তিতে ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।

Recommended