প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী

  • 2 years ago
চলে গেলেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী। সোনালি চক্রবর্তী এক সময়ের বাংলা ছবির দাপুটে অভিনেত্রী। অভিনয়ের দক্ষতায় খলনায়িকা হিসেবেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। সিনেমা থেকে মেগা ধারাবাহিক, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখেছিলেন। স্বামী শঙ্কর চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন ‘বরিশালের বর-কলকাতার কনে’-র মত জনপ্রিয় নন ফিকশনেও। সোমবার ভোরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা শংকর চক্রবর্তী।। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Recommended