মাঝরাতে চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হানা, প্রতিবাদে পথে বাম বিদ্বজনেরা

  • 2 years ago
করুণাময়ীতে টেট উত্তীর্ণদের আন্দোলনে পুলিশি অভিযানের প্রতিবাদে আবার সরব কলকাতা। পথে নামলেন বামপন্থী বিদ্বজনেরা। ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় নাগরিক মিছিল। অংশ নেন পবিত্র সরকার, চন্দন সেন, অনীক দত্ত-সহ আরও অনেক শিক্ষা ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেস নেতা আব্দুল মান্নান।