Anubrata Mandal: বাড়িতে রেখে চিকিৎসার নির্দেশের জন্য আদালতে আবেদন অনুব্রতর আইনজীবীর। Bangla News

  • 2 years ago
‘পশুহাট থেকে গরু কিনে সীমান্ত পার করা হলে আমার মক্কেলের ভূমিকা কোথায়?’ সীমান্ত দিয়ে গরু পাচার হলে তার দায়িত্ব বিএসএফের। ‘আমার মক্কেল সেফ প্যাসেজ করে দিতেন, এর কোনও প্রমাণ নেই’।‘শুধু একজন বিএসএফ কমান্ডান্টকে গ্রেফতার করা হয়েছে, আর কেউ গ্রেফতার হয়নি’। ‘সায়গল হোসেনের কোটি কোটি টাকার সম্পত্তি থাকলে আমার মক্কেলের কী দোষ?’ ‘আমার মক্কেলকে সবাই চেনেন, মুখ্যমন্ত্রী আমাকে চেনেন, এটা কি দোষ?’আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবীর