Anubrata Mondal: সীমান্তে গরুপাচার হলে আমার মক্কেলের ভূমিকা কোথায়?’, প্রশ্ন অনুব্রতর আইনজীবীর । Bangla News

  • 2 years ago
 ১৪ দিনের সিবিআই হেফাজতের পর আসানসোল আদালতে ফের অনুব্রতকে পেশ। ‘আমি কি সিবিআই তদন্ত চাইতে পারি?’ বিচারকের হুমকি-চিঠি প্রসঙ্গে আইনজীবীকে বললেন অনুব্রত। আপনি চাইতেই পারেন, এটা আপনার অধিকার, জানালেন আইনজীবী। আদালতে অনুব্রতর জামিনের আবেদন। জামিনের আবেদন জানালেন অনুব্রতর আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন। বাড়িতে রেখে চিকিৎসার নির্দেশের জন্য আদালতে আবেদন আনুব্রতর আইনজীবীর। ‘অক্সিজেনের প্রয়োজন হতে পারে অনুব্রতর’, বিচারককে জানালেন অনুব্রতর আইনজীবী। এজলাসে আনা হল অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার। অনুব্রতর পাশে রাখা আছে অক্সিজেন সিলিন্ডার। ‘কাল যা টিভিতে দেখেছি, তার বিচার করুন’। বিচারককে হাতজোড় করে বললেন অনুব্রত। হুমকির সঙ্গে মামলার সম্পর্ক নেই, পাল্টা বললেন বিচারক। ‘আমার পেশা নির্ভীকতার, আমি কোনও কিছু ভয় পাইনি, ভবিষ্যতের পাব না’, অনুব্রতকে থামিয়ে বললেন বিচারক রাজেশ চক্রবর্তী। ‘বিচারব্যবস্থায় আমরা এভাবেই প্রশিক্ষিত হই। এই ধরনের ঘটনায় কোনও ফারাক পড়ে না’ মন্তব্য বিচারক রাজেশ চক্রবর্তীর।

Recommended