Ananda Live : "মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে পরিবারকে", অনুব্রত-মামলায় হুমকি চিঠি বিচারককে

  • 2 years ago
অনুব্রত-মামলায় এবার হুমকি চিঠি আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে। চিঠিতে লেখা হয়েছে, অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দিতে হবে। না হলে, মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। চিঠিতে তাঁর পরিচয় লেখা হয়েছে পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেডক্লার্ক....এবং তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্পাদক। যদিও বাপ্পা চট্টোপাধ্যায়ের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানে না! বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।