টেট ফেল করেও চাকরি!

  • 2 years ago
টেট ফেল করেও নাকি চাকরি পেয়েছেন সুকন্যা মণ্ডল। স্কুলে যান না তিনি। সুকন্যা সহ মোট ৬ জন অনুব্রত ঘনিষ্ঠের বিরুদ্ধে টেট পাশ না করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল মামলাকারী সৌমেন নন্দীর। মামলার শুনানিতে বুধবার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সুকন্যা মণ্ডল সহ যে ৬ জন টেট পরীক্ষায় পাশ না করে চাকরি পেয়েছে, বৃহস্পতিবার তাদের বেলা ৩টেয় কোর্টে স্বশরীরে হাজিরা দিতে হবে।

Recommended