Anubrata Mandal: অনুব্রতকে নিজাম প্যালেসে জেরা শুরু CBI-এর

  • 2 years ago
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জেরা শুরু সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, বিএসএফ কমাডান্ট সতীশ কুমারের আমলে মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত দিয়ে ২০ হাজারের বেশি গরু পাচার করা হয়েছিল। বীরভূমকে করিডর হিসেবে ব্যবহার করা হয়। এই তথ্য চার্জশিটেও উল্লেখ করা হয়। সিবিআই সূত্রে দাবি, গরুপ্রতি ২ হাজার টাকা নিত বিএসএফ, কাস্টমস নিত ৫০০ টাকা। গরুপাচারের টাকার ভাগ যেত প্রভাবশালীদের কাছে। নগদে হত লেনদেন। কাদের কাছে টাকা পৌঁছত, সেই সম্পর্কে জানতে চাওয়া হয় অনুব্রতর কাছে। খবর সূত্রের।