SSC : নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র দুই প্রাক্তন কর্তাকে ১৭ অগাস্ট পর্যন্ত CBI হেফাজত

  • 2 years ago
নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র দুই প্রাক্তন কর্তাকে ১৭ অগাস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আদালত। অযোগ্য চাকরিপ্রার্থীদের দিয়ে ভুয়ো RTI করিয়ে, শান্তিপ্রসাদ সিন্হা জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে। সেই মোতাবেক দেওয়া হয়েছিল নিয়োগপত্র। তাঁর নির্দেশ মতো কাজ করতেন অশোক সাহা। আদালতে চাঞ্চল্যকর দাবি করল CBI। 

Recommended