Presidency : 'খুব তাড়াতাড়ি তদন্ত শুরু', প্রেসিডেন্সিতে অশান্তিতে তদন্ত কমিটি গঠন। Bangla News

  • 2 years ago
২০০ বছর ঐতিহ্যের প্রেসিডেন্সিতে অশান্তি। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়লেন উপাচার্য। ৭ অধ্যাপককে নিয়ে তদন্ত কমিটি গড়া হল। ‘কমিটির সুপারিশ প্রয়োগে পিছপা হবে না কর্তৃপক্ষ’। ‘খুব তাড়াতাড়ি তদন্ত শুরু হবে’। ‘কমিটি চাইলে কাউকে ডেকে কথাও বলতে পারে’। প্রেসিডেন্সি কর্তৃপক্ষের নোটিসে উল্লেখ।

Recommended