Sisir Adhikari : ' এবার দল পদক্ষেপ নেবে' দলীয় সিদ্ধান্ত অমান্য করায় শিশির-দিব্যেন্দুর প্রতি কড়া দল

  • 2 years ago
দলীয় নির্দেশ অমান্য করে উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ায় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোটদানের বিষয়টি দলের নজরে রয়েছে বলে চিঠিতে উল্লেখ। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করতে চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে তৃণমূল। তা নিয়ে শুনানিও চলছে। সূত্রের খবর, এবার দিব্যেন্দু অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য আবেদন করতে চলেছে তৃণমূল। সেক্ষেত্রে তথ্যপ্রমাণ হিসেবে উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের প্রসঙ্গটি উল্লেখ করা হতে পারে বলে সূত্রের খবর।  

Recommended