Terrorist Death: কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী আল কায়দা প্রধান  আয়মান আল-জাওয়াহিরি।

  • 2 years ago
কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান  আয়মান আল-জাওয়াহিরি। ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিল জাওয়াহিরি। রবিবার সকাল সোয়া ৬টা নাগাদ কাবুলে জাওয়াহিরির গোপন ডেরায় রকেট হামলা চালায় মার্কিন ড্রোন। আল কায়দা প্রধান বারান্দায় এসে দাঁড়ানো মাত্র একসঙ্গে জোড়া হেলবয় মিসাইল ছোড়া হয়। ওসামা বিন লাদেনের পর জাওয়াহিরির হত্যা আল কায়দার পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আমেরিকার দাবি, এই ড্রোন হামলায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি। ৯/১১-র বদলা এতদিনে সম্পূর্ণ হল, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। মার্কিন ড্রোন হামলা আন্তর্জাতিক নীতির পরিপন্থী বলে সমালোচনা করেছে তালিবান।