Ananda Sakal (1): দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা কার? এখনও অধরা উত্তর

  • 2 years ago
দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা কার? পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার গ্রেফতারির পর এক সপ্তাহ কেটে গেলেও, এখনও এই প্রশ্নের উত্তর মেলেনি। ED সূত্রে খবর, জেরায় অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন, টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও পার্থ নাকি জেরায় বলেছেন, এই টাকা তাঁর নয়। পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ।  দাবি সত্যি হলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র কে বা কারা করেছেন ? ৪৮ ঘন্টা পরে আজ ফের মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে পার্থ এবং অর্পিতাকে। তখন কি ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুলতে পারেন পার্থ ? বাড়ছে জল্পনা।