Fatafat: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে বলতে হচ্ছে প্রার্থীর জাতি-ধর্ম, ট্যুইটে সরগরম জাতীয় রাজনীতি I Bangla News

  • 2 years ago
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে বলতে হচ্ছে প্রার্থীর জাতি-ধর্ম, আপের সঞ্জয় সিংয়ের ট্যুইট ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। একযোগে সরব বিরোধীরা। জাতি-ধর্মের ভিত্তিতে নিয়োগ হয় না, ২০১৩-তেই হলফনামা সেনার, পাল্টা দাবি বিজেপির। অন্যদিকে মূল্যবৃদ্ধি-জিএসটি নিয়ে অশান্ত সংসদের দু’কক্ষ। ওয়েলে নেমে হইচই, স্লোগান। মুলতুবি লোকসভা-রাজ্যসভা। বিরোধীরা বৈঠকে কিছু বলেন না, বাইরে রাজনীতি করেন, কটাক্ষ বিজেপির।