CID : চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র টিমের। Bangla News

  • 2 years ago
চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষ। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে গেল সিআইডি-র টিম। এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন অফিসার। সিআইডি জিজ্ঞাসাবাদ নিয়ে এখনও বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Recommended