Injury to the spirit of traditional religion

  • 2 years ago
মহুয়া মৈত্রের বিতর্কিত ট্যুইট নিয়ে রীতিমত ঝড় বয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে শুধু মহুয়াই নন, এই ধরনের একাধিক মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল নেতাদের মুখে। বারবার এই ধরনের ঘটনায় কি চলবে এমনই ট্রেন্ড, প্রশ্ন বিভিন্ন মহলে।