West Midnapore: খড়গপুরে কেন তৃণমূলকর্মী খুন, নেপথ্যে কারা? এখনও ধোঁয়াশা

  • 2 years ago
খড়গপুরে তৃণমূলকর্মী গুলি করে খুন, এখনও দুষ্কৃতীরা অধরা। স্কুটারে চেপে ৩ দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলি, তৃণমূলকর্মীর মৃত্যু। কেন তৃণমূলকর্মী খুন, নেপথ্যে কারা? এখনও ধোঁয়াশা। ১১ রাউন্ড গুলি, ৭টি গুলি লাগে নিহত ভেঙ্কটের শরীরে: সূত্র। রাস্তায় পড়ে যাওয়া ম্যাগাজিন থেকেও গুলি উদ্ধার, পুলিশ সূত্র। ঘটনাস্থলের আলো নিভিয়ে অপেক্ষা করছিল আততায়ীরা? গতকালই ব্যাঙ্কক থেকে ফিরেছিলেন ভেঙ্কট রাও, তারপরেই খুন!সুদের কারবার ছিল নিহত ভেঙ্কট রাওয়ের, খবর স্থানীয় সূত্রে। 

Recommended