Suvendu Adhikari: "অপেক্ষা করে থাকুন ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব'' হুঙ্কার শুভেন্দুর

  • 2 years ago
"২০২৬ পর্যন্ত যেতে হবে না, ২০২৪-এই বিসর্জন দিয়ে দেব। সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলায় পৌঁছে যাব।'' কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। "অপেক্ষা করে থাকুন ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব।''কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

Recommended