ABP Ananda Sikkha Samman 2022 : ফিনান্সিয়াল এডুকেশনে পথ দেখাচ্ছে স্টক্স গুরুকুল ই লার্ন প্রাইভেট লিমিটেড, কী বলছেন সংস্থার এমডি ?

  • 2 years ago
স্টক মার্কেট, বিনিয়োগ, শেয়ার বেচাকেনা- এসব নিয়ে দিনদিন বাড়ছে আগ্রহ। কিন্তু, কীভাবে বিনিয়োগ করব তা আমরা ভেবে উঠতে পারি না। তাই এনিয়ে বিস্তারিত পড়াশোনা দরকার রয়েছে বলে মনে করে স্টক্স গুরুকুল ই লার্ন প্রাইভেট লিমিটেড। তাদের সম্মানিত করেছে এবিপি আনন্দ। এই ফিল্ডের পড়াশোনায় ভবিষ্যৎ কী ? জানালেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শুভ্রকান্তি নাগ

Recommended