Subhendu Adhikari: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। Bangla News

  • 2 years ago
কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার ট্যুইট, সময় এসেছে, এবার সত্যটা বেরিয়ে আসবে যে, কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বাংলায় ৪০ লক্ষ বাড়ি প্রকল্প মঞ্জুর করার পরেও বাংলার জনগণকে ভুল বোঝানো হচ্ছে। ওই ৪০ লক্ষ বাড়ির দেওয়ালে আঞ্চলিক ভাষায় প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখে দেওয়া হোক। আমি কেন্দ্রীয় প্রতিনিধিদলকে অনুরোধ করব, নিজেদের মতো করে উপভোক্তাদের বাড়িতে পৌঁছে যেতে, যাতে বিডিও বিভ্রান্ত করতে না পারেন। উপভোক্তাদের কাছে অনুরোধ, প্রশাসনকে বাড়ির দেওয়ালে লেখা প্রকল্পের নাম বদলানোর অনুমতি দেবেন না এবং পরিদর্শনকারী দলকে সেটা দেখান। সমীক্ষার জন্য কেন্দ্রীয় পরিদর্শকরা আসার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সঠিক নাম ও লোগো যাতে লেখা থাকে, জেলাশাসকদের মাধ্যমে বিডিওদের সেই নির্দেশ দেওয়া হয়েছে।ট্যুইটে লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।