লঞ্চ হল OnePlus Nord CE 2! জানুন বিস্তারিত স্পেশিফিকেশন

  • 2 years ago
ভারতের বাজারে লঞ্চ করল OnePlus Nord CE 2 5G। এরই সঙ্গে লঞ্চ করা হয় OnePlus TV Y1S সিরিজ। গতবছর লঞ্চ করা হয়েছিল OnePlus Nord CE। যথেষ্ট ভালো সাড়া পাওয়া গিয়েছিল। এবার সেই ফোনটির সাকসেশর ভার্সন হিসেবে লঞ্চ করা হল OnePlus Nord CE 2 5G। সংস্থার তরফে মনে করা হচ্ছে Nord CE এর মতোই এই ফোনটি জনপ্রিয় হবে।