Skip to playerSkip to main content
  • 5 years ago
সেদুলবাহির ৩২ ঘন্টা পর্ব-৮ (শেষ পর্ব ) (মিনি সিরিজ)
অনুবাদঃ বাংলা সাবটাইটেল।

ঐতিহাসিক প্রেক্ষাপটঃ
প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির পক্ষে ছিলো - উসমানীয় সাম্রাজ্য, জার্মানী, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও বুলগেরিয়া। আর মিত্রশক্তি হিসেবে ছিলো - ফ্রান্স, রাশিয়া ও ব্রিটিশ সামাজ্য। তুরস্কের চেনাক্কালে প্রদেশের ছোট্ট একটি গ্রাম সেদুলবাহির। এই গ্রামে অনুষ্ঠিতব্য যুদ্ধে একজন জার্মান কমান্ডারের ভুল সিদ্ধান্তের কারণে ও পর্যাপ্ত যুদ্ধ-সরঞ্জাম না থাকা সত্ত্বেও সাহসীকতার সাথে তুর্কী সেনারা কিভাবে শত্রুদের (মিত্রশক্তি) সাথে ৩২ ঘন্টা প্রতিরোধ করেছিলো এবং লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছিলো - এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই ‘সেদুলবাহির ৩২ ঘন্টা’ সিরিজ টি তৈরি হয়। এই সিরিজ টি ৪ টি ভলিউম এ শেষ হয়।

মেহমেত চাভুশ ৫বছর থেকে পরিবার থেকে দূরে অর্থাৎ যুদ্ধে রয়েছেন। বলকান যুদ্ধ দিয়ে তার যুদ্ধ জীবন শুরু... পরবর্তীতে ব্রিটিশরা চেনাক্কালের আলসিটেপে দখল করতে সেদুলবাহির গ্রামে হামলার প্রস্তুতি নিলে তিনি সেনাবাহিনীর সাথে সেখানে চলে যান।

এদিকে মেহমেত চাভুশের তিন সন্তান। বড় ছেলে, হুসেন মাঝে মাঝেই স্বপ্নে দেখে - সে যুদ্ধে গিয়েছে এবং যুদ্ধের এক পর্যায়ে তাকে বাঁচাতে গিয়ে তার বাবা (মেহমেত চাভুশ) শহীদ হয়েছেন।

অন্যদিকে যুদ্ধের জন্য নতুন সেনা প্রয়োজন পড়ে বিধায় হুসেনের গ্রামে একজন সার্জেন্ট আসেন, সেনা সংগ্রহ করতে। তখন হুসেন সিদ্ধান্ত নেয়, সে তার বাবাকে দেখতে যুদ্ধে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তাকে যুদ্ধে নিতে অসম্মতি জানান দায়িত্বরত সার্জেন্ট। তখন হুসেন সার্জেন্টকে অনুরোধ করেন, যেন তাকে স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে নেয়া হয়। অতঃপর তাকে স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে নেয়া হয়। এরপর প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে কিছু সৈনিকদের সরোজ এবং বাকি সৈনিকদের সেদুলবাহিরে পাঠানোর সিদ্ধান্ত নেয় হয়। দূর্ভাগ্যক্রমে হুসেনের নামটা সরোজের তালিকায় উঠে অথচ সে যেতে চায় তার বাবার কাছে আর তার বাবা আছেন চেনাক্কালের সেদুলবাহিরে!

এভাবেই কাহিনী এগিয়ে চলে...
সে কি পারবে তার বাবার কাছে যেতে?
গেলেও কি সে তার বাবাকে রক্ষা করতে পারবে?
নাকি তার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে???

বাংলা ভাষাভাষী দর্শকদের হলিউড বলিউডের মত অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এই ছোট্টো মিনি সিরিজ টি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

আরও দেখুন----
প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যর সৈন্যদের ব্রিটিশদের সাথে যুদ্ধের কাহিনী নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ
মেহমেতচিক কুতুল আমারে - সিজন - ১ (বাংলা সাবটাইটেল)
https://dailymotion.com/playlist/x6x2on

মেহমেতচিক কুতলু জাফের সিজন -২ (বাংলা সাবটাইটেল)
https://dailymotion.com/playlist/x6y462

কুরুলুস উসমান সিজন- ২ (বাংলা সাবটাইটেল)
https://dailymotion.com/playlist/x6yh2g

বুয়ুক সেলজুকলু (বাংলা সাবটাইটেল) সিজন - ১
https://dailymotion.com/playlist/x6yfo1

উমার সিরিজ (উর্দু ডাবিং ও বাংলা সাবটাইটেল)
https://dailymotion.com/playlist/x6ye6l

সেদুলবাহির ৩২ ঘন্টা (বাংলা) Seddulbahir 32 saat
https://dailymotion.com/playlist/x705zh

Category

📺
TV
Be the first to comment
Add your comment

Recommended