জন্মাষ্টমী স্পেশাল: লাড্ডুর দোকানে ক্রেতাদের ঢল

  • 4 years ago
আগামীকাল জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে লাড্ডু হবে না তা কি করে হয়? তাই ভাইরাসের আতঙ্ক থাকলেও গোপালকে লাড্ডু দিতে সবাই উপস্থিত বাজারে।
চড়া দাম থাকলেও নিতে হবে লাড্ডু। সোমবার মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় লাড্ডুর পসরা নিয়ে বসেছে দোকানদাররা। কেনাকাটাও হচ্ছে যথেষ্ট। তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু, খইয়ের লাড্ডু, মুড়কি, নারকেল লাড্ডু পাওয়া যাচ্ছে দোকানে। লকডাউন, মহামারী সব থাকলেও তার মধ্যে দেবতাকে লাড্ডু দিতে দোকানে দোকানে ভিড় জমিয়েছে ভক্ত প্রেমীরা।

Recommended