ওন্দা করোনা হাসপাতালে ২৩ জনের ফল এল কোভিড নেগেটিভ, উত্তর প্রদেশের করোনা আক্রান্ত গ্রামীণ ডাক সেবকের সঙ্গীর ছুটি মিলছে আজই।

  • 4 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অবশেষে স্বস্তির খবর মিলল। ওন্দায় কোভিড ওয়ার্ডে ভর্তি থাকা উত্তর প্রদেশের করোনা আক্রান্ত গ্রামীণ ডাক সেবকের সঙ্গীর লালা রসের নমুনার ফল এল নেগেটিভ। পাশাপাশি আজ পর্যন্ত ওন্দা কোভিড হাসপাতালে সন্দেহজনক ২৩ জনের ফলই নেগেটিভ এসেছে বলে হাসপাতল সুত্রে জানা গেছে। এর আগে ২১ জনের ফল নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়া হলেও উত্তর প্রদেশের সঙ্গী সহ আরও একজন কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। এই দুজনের ফল আজ নেগেটিভ আসায় তাদের আজকেই ছুটি দিয়ে দেওয়া হবে। ফলে নুতন করে রোগী না এলে ওন্দার কোভিড ওয়ার্ড এই দুজনের ছুটির পর রোগী শূন্যই থাকবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Recommended