“আমাদের আর নেই যে মানা, পড়বো মোরা নতুন জামা।” মাতৃপক্ষের শুভ লগ্নে দুস্থ শিশুদের নতুন জামা বিতরণ করলো সুসম্পর্ক। সুসম্পর্কের কর্ণধার অরবিন্দ সিংহ মনে করেন, শিশুদের মধ্যেই ভগবান বাস করেন তাই মহালয়ার এই শুভ দিনে নতুন জামা বিতরণ করে ওদের মধ্যে ভগবানের সেবা করে সুসম্পর্ক।
Be the first to comment