বাংলাদেশের সবচেয়ে দক্ষ চালক! ছোট ছেলেটি এত বড় একটি গাড়ি নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে- AnyNews24
ছোট ছেলেটি এত বড় একটি গাড়ি নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে আর আমরা দেশের টপক্লাস লেবেলের বেকুপ পাবলিকরা সেই গাড়িতে চড়ে বেরাচ্ছি আর আনন্দের সহিত তা মোবাইলে ভিডিও করে জাতিকে দেখার সুযোগ করে দিচ্ছি।
বাহহহহহ!!!!
জীবনের ঝুঁকি আছে জেনেও ঐ গাড়িতে চড়ছেন আর কিছু হলেই সব দোষ নন্দ ঘোষের তাই না!!!
ঐ গাড়ির সবারিই উচিত ছিলো ঐ গাড়িতে চড়া বর্জন করা এবং ঐ রাস্তার পুলিশ সার্জেন্টকে বিষয়টি অবহিত করা।
তা না করে আনন্দে ঐ গাড়িতে চড়ছে আর ঐ গাড়িতেই বসে বসে বাস চালকদের নিন্দা করছে।
আসলেই আমরা উন্নয়নশীল দেশে বসবাস করছি।
----------------------------------------------------------------- Please connect our social media:
News Website: AnyNews24.Com
Music Website: BDSinger.Com
Onlain Partner= Abir-Group.net
Our Facebook Group - https://web.facebook.com/groups/abirg...