বিশ্বজুড়ে খেটে খাওয়া প্রবাসীদের নাটকে হেয় প্রতিপন্ন। 'মাইক' নাটকের অভিনেতা মোশাররফ করিম সহ সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক ও রচয়িতা মোস্তফা কামাল রাজের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না সৌদি আরব থেকে রেমিটেন্স প্রেরণ বন্ধ রাখার হুশয়ারি দেয়া হয়েছে।বিদেশ বিভুঁইয়ে মাথার ঘাম পায়ে ফেলা প্রবাসীরাই যেখানে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, সেখানে ‘মাইক’ নাটকে অত্যন্ত নোংরাভাবে প্রবাসীদের বিভিন্ন পেশার ধরণ নিয়ে রীতিমতো তামাশা করা হয়েছে। Exclusive Video: For more news pls visit- youtube: https://www.youtube.com/user/24TheGlobalNews Web: https://www.theglobalnews24.com Facebook: https://www.facebook.com/theglabolnews24
Be the first to comment