আইএসএফ বিধায়কের মুক্তির দাবি সিপিএম, কংগ্রেসের

  • last year
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ আরও বন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদী কনভেনশন। ভারত সভায় (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) আইএসএফ আয়োজিত কনভেনশনে এসে নওশাদ-সহ আইএসএফ কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে গেলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রাক্তন সিপিএম সাংসদ শমীক লাহিড়ী, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং আরও অনেকে।“তৃণমূলের তোলাবাজির প্রতিবাদ করায় গ্রেফতার হয়েছেন নওসাদ ভাই”, মন্তব্য আব্দুল মান্নানের। শমীক লাহিড়ীর কথায়, ‘‘শুভেন্দু অধিকারী আসলে মুখ্যমন্ত্রীর কৃপাধন্য বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ বিধানসভায় একজনই আসল বিরোধী নেতা, তিনি নওসাদ ভাই।”

Recommended