কবর-নৃত্যনাট্য উৎসব ২০২২

  • 2 years ago
বুধবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে উৎসবটি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় নৃত্যনাট্যের পরিবেশনা। প্রথম দিন সন্ধ্যায় তিনটি নৃত্যনাট্য ‘কবর’ দীপা খন্দকারের গ্রন্থনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় পল্লীকবি জসীম উদদীনের ‘কবর’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ‘কবর’।

#DanceDramaKobor
#Kobor
#NationalDanceDramaFestival

Recommended