গম্ভীরা ।। Gomvira the tradition of Bangladesh ।।

  • 2 years ago
গম্ভীরা আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী লোকগান? চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে এই গানের প্রচলন আছে। সেখানে গম্ভীরা অত্যন্ত জনপ্রিয়। গম্ভীরা শব্দের উৎপত্তি খুব স্পষ্ট নয়। জনৈক গবেষকের মতে, দেবতা শিবের আরেক নাম গম্ভীর। গম্ভীর শব্দটি সংস্কৃত। তাই ধারণা করা হয় গম্ভীরা এক কথায় শিবেরই বন্দনাগীতি। কিন্তু বর্তমান গম্ভীরা আসলে তা নয়, এই গানে শিবের কোনো স্তুতি বা সম্পৃক্ততা নেই, আছে সমাজ, নানা ঘটনা ও জীবনের কথা। গম্ভীরা গানের উদ্ভব প্রায় দেড় হাজার বছর আগে। প্রাচীনকালে গম্ভীরা পূজা উৎসব হিসেবেই প্রচলিত ছিল। ভারতের মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি; বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গম্ভীরা গান প্রচলিত আছে।গম্ভীরা গান আদিতে দুই রকম থাকলেও এখন আদ্যের গম্ভীরা বিলুপ্ত, আছে পালা গম্ভীরা। পালা গম্ভীরায় বর্তমান সামাজিক পরিস্থিতি বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নিয়ে পালাগান আকারে তা পরিবেশন করা হয়। গম্ভীরার উৎপত্তিস্থল মালদহ বলে ধারণা করা হয়। এ গান দু’জন শিল্পী পরিবেশন করেন, সাথে থাকে বাদক দল। এই দু’জন শিল্পীর একজন নানা ও অন্যজন নাতির চরিত্রে বেশ কৌতুকপূর্ণ সংলাপ, নাচ ও গানের মাধ্যমে গান পরিবেশন করেন।

Recommended