Rhea Chakraborty Arrested: মাদক-যোগে গ্রেফতার রিয়া চক্রবর্তী, জামিনের আবেদন খারিজ অভিনেত্রীর

  • 4 years ago
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ড্রাগ দেওয়ার অভিযোগে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর নারকোটিক কন্ট্রোল ব্যুরো অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার (Actress Rhea Chakraborty) করেছে। ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের প্রাক্তন হাউস কিপার স্যামুয়েল মিরান্ডাকে হেফাজতে নেওয়ার পরেই রিয়াকে গ্রেপ্তারির প্রক্রিয়া শুরু করে এনসিবি। তবে রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ১৪ দিনের জন্য অর্থাৎ আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী।


#RheaChakrabortyArrested
#SushantSinghRajputDeath
#LatestLYBangla

Recommended