ওভেন বেইকড্ আপেল গোলাপ পিঠা
  • 8 years ago
গোলাপ পিঠা আমাদের দেশের ভীষণ জনপ্রিয় একটি পিঠা, বানাতেও সহজ আবার খেতেও ভীষন মজা। আমি গতানুগতিক গোলাপ পিঠাটাকে এবার তেলে ভেজে চিনির সিরায় না ভিজিয়ে আপেল আর চিনি দিয়ে ক্যারামেলাইজ করলাম। খুবই সহজ একটা রেসিপি, অনেক জুসি, অনেক টেস্টি। ভিডিওটা দেখে অবশ্যই তৈরী করবেন আশা করছি।

আপেল গোলাপ পিঠা তৈরী করতে যা যা লেগেছে...
- ১ কাপ ময়দা
- আপেল ১ টা
- গুঁড়ো দুধ ২ টেবিল চামুচ
- ১ টেবিল চামুচ ঘি
- ১.৫ টেবিল চামুচ রান্নার তেল
- ক্রিম চিজ ২ চা চামুচ
- ৪ চা চামুচ চিনি
- লবণ ০.৫ চা চামুচ
- বেকিং পাউডার ০.৫ চা চামুচ
- ফ্যাটানো ডিম প্রয়োজন মতো

তৈরী করে আমাদের ফেসবুক https://fb.com/rumanaranna পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে এই ঠিকানায়: http://rumana.net/1158
Recommended